মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন তাকে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে।জানা গেছে, রাস্তার পাশে অন্ধকার জায়গায় অন্য কয়েকজনকে আক্রমণ করেছিল ৩-৪ জন ছিনতাইকারীরা। সেটি দেখেই তাদেরকে বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু

তখনই ছিনতাইকারীরা তার পায়ে ও মুখে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়