মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রবীণ সাংবাদিক প্রয়াত মাসুদুর রহমান রতনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে নওগাঁ জেলা প্রেসক্লাব। এসময় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের সহধর্মিনী, একমাত্র কন্যা সন্তান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হানুল আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, এমদাদুল হক সুমন, নবীর উদ্দিন নওগাঁ জেলা নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক, সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম,

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজসহ জেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রয়াত মাসুদুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার পরিবারের সদস্য ও দীর্ঘদিনের সহকর্মীরা। পরে মাসুদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়