সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জে পৌর আওয়ামী লীগ নেতার পদ স্থগিত

গোপালগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জে পৌর আওয়ামী লীগের সদস্য মাহামুদুর রহমান দুলুর দলীয় পদ স্থগিত করা হয়েছে। পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রিন্স গাজী স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জানানো হয়। রবিবার (২০ এপ্রিল) তার সদস্যপদ স্থগিত করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটুর নির্দেশে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য মাহামুদুর রহমান দুলুর পদ স্থগিত করা হয়েছে। একই চিঠিতে তার অপতৎপরতা বন্ধে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়