গলাচিপায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল শানু মৃধার বসত ঘর


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল শানু মৃধার বসত ও আংশিক রান্না ঘর। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩ টার দিকে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোগলবুনিয়া গ্রামের শানু মৃধা (৭২) এর বাড়িতে। ঘটনাস্থলে উপস্থিত হলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন এবং শানু মৃধা বলেন, আমার স্ত্রী রাহিমা বেগম মুগ ডাল তুলতে ডাল খেতে গেলে বাড়িতে কেউ না থাকায় ঘরের উত্তর পশ্চিম পাশ থেকে দুর্বৃত্তরা নারিকেল গাছের পাতা, খড়কুটা ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার বসত ঘর এবং রান্না ঘরের আংশিক পুড়ে গেছে। আমার ঘরের মধ্যে থাকা সোফা, আলমারি, কম্বল, গচ্ছিত রাখা স্বর্ণালঙ্কার, টাকা পয়সা সব পুড়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী শানু মৃধার স্ত্রী মোসা. রাহিমা বেগম জানান, আমার দোতলা টিনের ঘর। আমি ডাল খেতে ডাল তোলার জন্য গেলে গত বুধবার বিকাল ৩ টার দিকে দুর্বৃত্তরা আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে এলাকাবাসী এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসীর ডাক চিৎকারে এসে দেখি আমার ঘরের মধ্যে আগুন জ্বলছে। রান্না ঘরেরও আংশিক পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আমার স্বামী শানু মৃধা ও আমার ছেলে রফিকুল ইসলাম গলাচিপার খেয়া ঘাট এলাকায় চায়ের দোকানে থাকায় দুর্বৃত্তরা ফাকা বাড়ি পেয়ে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে ওই এলাকার মস্তফা মাস্টার, ইউপি সদস্য সাহিন মৃধা বলেন, আসলেই শানু মৃধা গরিব অসহায় ব্যক্তি। তার ঘরটি এভাবে পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। এতে সে অসহায় হয়ে পড়েছে।
উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, আগুন এলাকাবাসী নিয়ন্ত্রন করায় আমরা আনন্দিত। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার নাছিম রেজা (ভারপ্রাপ্ত) বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।