পারভেজ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, জড়িতদের বিচার দাবি ছাত্রদল সভাপতির


সংবাদের আলো ডেস্ক: ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। নতুন নামে পুরাতন ফ্যাসিবাদ ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার (২০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে একথা জানান ছাত্রপদপ্ল সভাপতি। এই হামলার বৈষম্য বিরোধী আন্দোলনের মেহেরাজ ইসলামের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, পারভেজের হামলা পূর্বপরিকল্পিত না হলে তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক নিমাংসিত বিষয়ে এমন ঘটনার কোনো প্রশ্নই আসে না।
আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। বেসরকারী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলকে মবের ভয় দেখিয়ে ছাত্রলীগের স্টাইলে মবের পুনরাবৃত্তি করেছে। ক্যাম্পাস ছাড়াও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের কর্মসূচীতে বাধা দেয়া হচ্ছে। যা গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্গন। এটা নতুন নামে সেই পুরাতন ফ্যাসিবাদ।
এ সময় পারভেজ হত্যা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে দেয়া পোস্টকে অশোভনীয় উল্লেখ করেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারতেন। তা না করে তদন্তের আগেই অভিযুক্তদের পক্ষ নেয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী। এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগকে ঠাই দেয়া হয়েছে মনে হয়েছে তারা ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। তিনি আরও জানান, এই ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের বনানী থানার ৫ নেতার বিরুদ্ধে মামলা করেছে নিহতের চাচাতো ভাই। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততার বিষয়টিও স্পষ্ট করেন তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।