রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেলোয়ার সভাপতি ও বাপ্পা সাধারণ সম্পাদক উলিপুরে ক্ষেত মজুর সমিতির ৯ম সম্মেলন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি উপজেলা শাখার ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শহীদ মিনার চত্বরে ‘‘ কাজ মজুরী জমি অধিকার ইনসাফ চাই, এই মহুর্তে পল্লী রেশন চালু কর করতে হবে” স্লোগানকে ধারণ করে উপজেলা সম্মেলন হয়। এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্র নাথ বর্মন, জেলা কৃষক সমিতির সভাপতি নুর মোহম্মদ আনছার, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায় প্রমুখ

জানা গেছে, সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য দেলোয়ার হোসেনকে সভাপতি ও বিশ^জিৎ কুমার সিংহ বাপ্পাকে সাধারণ সম্পাদক ঘোষন করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে সুভাষ চন্দ্র বর্মন, সহ-সাধারণ সম্পাদক পদে সুনিল চন্দ্র সরকার, কার্যকারী সদস্য পদে আলেয়া বেগম, বাবু মিয়া, মুকুল চন্দ্র, আক্কাছ আলী, মোকছেদ আলীর নামও ঘোষনা করা হয়। এই কমিটি আগামী ৩ বছরের জন্য উপজেলার নেতৃত্ব দিবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়