রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইবিতে বৈষম্য বিরোধী চেতনায় রঙিন বর্ষবরণ: উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাঙালি জাতির ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষ।  বুধবার (১৬ এপ্রিল) নববর্ষের তৃতীয় দিন বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে র‍্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। এসময় র‍্যালিতে বাঙালি জাতির ঐতিহ্য এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিভিন্ন প্রদর্শনী শোভা পায়। এরপর বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে নববর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষঅধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয় খোলা থাকায় আজকে এ বিশ্ববিদ্যালয়ে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে এরকম জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম তিনি তাঁর শিক্ষকতা জীবনে দেখেননি বলে তিনি জানান।  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইবিতে যখন আমি শিক্ষক ছিলাম তখনও এতো বড় অনুষ্ঠান হতে দেখিনি। আজকে বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের সহযোগিতায় য়ে শোভাযাত্রা হয়েছে তার জন্য আমি অভির্ভূত হয়েছি। এটা একটি সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে।

আজকে মুক্ত মনে যে অনুষ্ঠান হলো এটা জুলাই পরবর্তী বাংলাদেশের সফলতা।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ যেসকল শহিদদের বিনিময়ে আজকের অনুষ্ঠান পালন করছি তাদেরকে উৎসর্গ করলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়