ভূঞাপুরে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে বৈশাখ উদযাপন


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ও ধর্মীয় পরিবেশে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজন করা হয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া মাহফিল এবং ইসলামি সংগীত পরিবেশনা।
সোমবার (১৪ এপ্রিল) কুঠিবয়ড়া ডিগ্রীরচর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুঠিবয়ড়া হাট প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মোট ৮টি প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং বাকি অংশগ্রহণকারীদের মাঝে ইসলামি বই বিতরণ করা হয়।
অজুনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওমর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন থানা বিএনপির সহ-সভাপতি আক্তারুজামান আক্তার ফকির। করেন।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কুঠিবয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আনিসুর রহমান। সহকারী বিচারক ছিলেন হাফেজ আব্দুল মজিদ ও হাফেজ রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আলিম, গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ ইয়াদুজ্জামান, অজুনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল বাছেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াজ হোসেন লাভলু, গাবসারা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, পহেলা বৈশাখে এমন ধর্মীয় আয়োজন তাদের নতুন প্রেরণা দিয়েছে।
আয়োজক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম (শফি ফকির) বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈশাখী মেলা উদযাপন অনুচিত। তাই আমরা এ দিনটিকে কোরআনের আলোয় উদযাপন করছি, যাতে আমাদের নতুন বছরের শুরু হয় দ্বীনি পরিবেশে।
হাট ইজারাদার ও সাধারণ সম্পাদক মো. তোতা মোল্লা বলেন, আমরা এসব বন্ধ করে ইসলামি মূল্যবোধ বজায় রেখে ইতিবাচক কর্মকা-ের মাধ্যমে বৈশাখ উদযাপনের উদ্যোগ নিয়েছি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।