সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজাপুরের গালুয়ায় যুবদলের আয়োজনে আলোচনা সভা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে গালুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার দেশে একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা করছে। এই পরিস্থিতিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এগিয়ে আসতে হবে। যুবদল হলো দলের প্রাণ। আগামীর রাজনৈতিক লড়াইয়ে সাহসিক ভূমিকা রাখার জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি আরও বলেন, “রাজপথের প্রতিটি আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা অপরিহার্য। জাতি তাদের কাছ থেকে প্রত্যাশা করে একটি সুশাসিত ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বলিষ্ঠ ভূমিকা।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক। এছাড়াও গালুয়া ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়