নাগরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


মনিরুল ইসলাম নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টার দিকে শুরু হওয়া শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়। এসময় শিক্ষার্থীদের উৎসাহের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রা শেষে মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আঃ মমিন, নির্বাচন অফিসার মো. আল নোমান, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি (বি আর ডিবি চেয়ারম্যান) আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের জনগণ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।