শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে আওয়ামী লীগের নেতা সাবেক পৌর কাউন্সিলর রাশেদ গ্রেপ্তার।।

নুরুল ফেরদৌস লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট থানা পুলিশ। গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাশেদ লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।অন্যদিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ও মহেন্দ্রনগর বাজারে দোকানপাট ভাঙচুর মামলায় অভিযুক্ত রাশেদ পলাতক ছিলেন।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়