নেত্রকোনায় গাজায় গণহত্যা বন্ধে গণ মিছিল


নেত্রকোনা প্রতিনিধি: ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় ফুঁসে ওঠেছে নেত্রকোনাবাসীও। সোমবার দুপুর আড়াইটায় শহরের মোক্তারপাড়া জামে মসজিদ, ছোট বাজার শহীদ মিনার, বড় বাজার জামে মসজিদসহ আলাদা স্থান থেকে ভিন্ন ভিন্ন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। একের পর এক মিছিল বের করায় এক পর্যায়ে গণ মিছিলে রূপান্তরিত হয় নেত্রকোনা পৌর শহর, শহরে সকল প্রধান সড়ক গুলোতে আলাদা আলাদা ভাবে মিছিল চলতে তাকে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, ইসলামি ছাত্র আন্দোলন, জামাতি ইসলাম, হেফাজতে ইসলাম, ফার্মেসী এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে নানা স্লোগান দিতে দিতে পুরো শহর প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারাও সহমত জানায়। এছাড়াও জেলার দশ উপজেলায় বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালিত হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।