মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্য বিবাহ। নেত্রকোনা সদরের সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. হাসিব উল আহসান বিবাহ আয়োজন চলাকালে উপস্থিত হয়ে এই বিয়ে বন্ধ করেন। সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের মশুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার শিশু সুরক্ষা সমাজকর্মী জানান, ১৬ বছরের এক কিশোরীর সাথে একই ইউনিয়নের পূবকান্দা গ্রামের এক যুবক (২৬) এর বিয়ে ঠিক হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে কন্যার বাড়িতে উপস্থিত হলে বিয়েটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
নেত্রকোনা সদরের সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. হাসিব উল আহসান জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ০৮ ধারা অনুযায়ী এই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে কন্যার পিতাকে দুই হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের জেল দন্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফেসিলেটর মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার নুর-এ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর, সদর উপজেলার শিশু সুরক্ষা সমাজকর্মী আশরাফুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়