সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন গাজায় ইসরাইলের গণহ*ত্যার প্রতিবাদে প্রতিবাদী কর্মসূচি


মোঃ জাহিদুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি: গাজায় চলমান ইসরাইলি হামলা ও গণহ*ত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। ব্যানারগুলোতে লেখা ছিল:

“Stop Genocide in Gaza”
“We Stand with Palestine”
“Free Gaza, Save Humanity”
“Children are Not Target”
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আহমেদ নয়ন। তিনি বলেন, “আজকের এই কর্মসূচি আমাদের বিবেকের প্রতিবাদ। গা*জায় শিশুরা মরছে, মায়েরা কাঁদছে, মানুষ বাঁচার জন্য আহাজারি করছে। এই অবিচার বিশ্ব বিবেককে নাড়া দিক, সেটাই আমাদের আহ্বান।” অপর শিক্ষার্থী সুমাইয়া তাহসিন সন্ধি বলেন, “গা*জায় যা হচ্ছে তা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আমরা চাই সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমাজ এই ঘটনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিক।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, ইংরেজি, আইন এবং ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। কেউ কেউ হাতে প্যালেস্টাইনের পতাকা ধারণ করে প্রতীকী সংহতি প্রকাশ করেন।

বক্তারা দাবি জানান—
অবিলম্বে গা*জায় আগ্রাসন বন্ধ করতে হবে
আন্তর্জাতিক আদালতে ইস*রাইলের যুদ্ধাপরাধের বিচার করতে হবে
বাংলাদেশের পক্ষ থেকেও কূটনৈতিকভাবে কঠোর বার্তা দিতে হবে
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।