মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৭ বছরের প্রেম: বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের পর প্রেমিকের অস্বীকারের অভিযোগ

আমানুল্লাহ আসিফ: ৭ বছর আগে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। এর মাঝে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেছিলেন তারা। কিন্তু সকল সম্পর্ক অস্বীকার করে বিয়ে না করার অভিযোগ উঠেছে নওয়াজ শরীফ শাকিল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় এই তরুণীর সাথে প্রেমের নামে প্রতারণা করে অন্য মেয়ের সাথে বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন শাকিল।
৬ এপ্রিল রোববার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্থানীয় একটি সংবাদপত্রের অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ওই তরুণী (২৬)। ভুক্তভোগী তরুণী উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের এক কৃষকের কন্যা।
লিখিত বক্তব্যে ওই তরুণী জানান, প্রায় ৭ বছর আগে শহরের আড়াই আনী বাজার মহল্লার জনৈক ব্যবসায়ীর ছেলে নেওয়াজ শরিফ শাকিল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে তারা কক্সবাজার ও মধুটিলাসহ বিভিন্ন স্থানে বেড়াতে যায়। বিয়ের প্রলোভনে ফেলে বিভিন্ন সময় ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্কও করে শাকিল। প্রায় দুই মাস আগে ওই তরুণী বিয়ের কথা বললে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল। সম্প্রতি অন্যত্র বিয়ের কথা পাকাপাকি করলে ভুক্তভোগী তরুণী আবারও শাকিলের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়।
তরুণী আরও জানান, বিয়ের কথা অস্বীকারের পাশাপাশি তাকে বিভিন্ন ধরণের হুমকিও দেয় প্রেমিক শাকিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে প্রতিকার না পেলে আত্মহননের হুমকীও দেন ওই তরুণী। সংবাদ সম্মেলনে ওই তরুণী নেওয়াজ শরিফ শাকিলের সাথে সম্পর্কের প্রমাণ হিসেবে বিশেষ ছবি ও স্ক্রীনশট প্রকাশ করেন।
এ বিষয়ে নেওয়াজ শরীফ শাকিলের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, একসাথে পড়াশোনার সুবাদে ওই তরুণীর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। কোনপ্রকার প্রেমের বা শারীরিক সম্পর্ক ছিল না বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়