২৩ বছর পর গলাচিপায় উপজেলা বিএনপির বর্ধিত সভা


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রায় ২৩ বছর পর পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির আয়োজনে গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বলেন, বিগত সরকারের আমলে আপনারা যারা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন, যারা জেল খেটেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মস্তফা মিয়া। সভায় উপজেলা বিএপির সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।