সরিষাবাড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে বৃদ্ধ বাবা সুরুজ মিয়া (৭০) কে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম
পরে আহত অবস্থায় ওই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ও জগলুর মধ্যে গাছের ঢাল নিয়ে কথা-কাটাকাটি বাঁধে। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি বাঁধে। এসময় বৃদ্ধ সুরুজ মিয়া দুই ভাইয়ের ঝগড়া ফিরাতে গেলে বড় ছেলে মোয়াজ্জেম হোসেন লাঠি দিয়ে এলোপাতাড়ি মেরে বৃদ্ধ বাবা সুরুজ মিয়ার পা ভেঙ্গে দেয়।
এরই প্রতিবাদে সুরুজ মিয়ার ছোট ছেলে জগলু রাগে-ক্ষোভে তার বড় ভাই মোয়াজ্জেম হোসেনকে বটি দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে বৃদ্ধ সুরুজ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে মোয়াজ্জেম হোসেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার নিজ বাড়ীতে অবস্থান করছে।
অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বাবার পা-কিভাবে ভাঙছে সেটা তিনি জানেন না। তবে দুই ভাইয়ের মারামারির সময় হয়তো পড়ে গিয়ে ভাঙতে পাড়ে বলে জানান তিনি। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সাহা শুক্রবার বিকালে কালের কন্ঠকে বলেন, বৃদ্ধ সুরুজ মিয়াকে মারধর করে পা- ভেঙে দেওয়ার ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।