শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে তারাচরণ পরমহংসদেবের ১৪৬ তম আবির্ভাব তিথি ও বাসন্তীপূজার উদ্বোধন

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে শ্রী শ্রী কৈলাসেশ্বরী কালী মন্দিরে শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের ১৪৬ তম আবির্ভাব তিথি ও বাসন্তীপূজা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।  কর্মসূচির মধ্যে ছিল সাধুবাবার জীবনবেদ আলোচনা,ধর্মসভা,গুণীজন সম্মাননা প্রদান,শিক্ষা বৃত্তি প্রদান,সংগীত,নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার পশ্চিম গুজরাস্থ শ্রী শ্রী কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধুতারাচরণ সেবাশ্রমের উদ্যোগে শ্রী তারামঠ প্রাঙ্গণে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের ১৪৬ তম আবির্ভাব তিথি ও বাসন্তীপূজা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে একাধিক ধর্মীয়, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমৎ তারাচরণ সাধুর ১৪৬ তম আবির্ভাব তিথি উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি ধর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বোয়ালগাঁও ব্রহ্মমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠানে মহান অতিনি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা এবং আয়কর আইনজীবী দিলীপ কুমার ভট্টাচার্য।প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় নারায়ন বনিক,যশী চৌধুরী (মরণোত্তর), বিজয় কৃষ্ণ বণিক, সিদুল কান্তি ধর, দুলাল চন্দ্র ঘোষ, এড. সুশীল কুমার দাশসহ বিভিন্ন গুণীজনকে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে দীপন স্মৃতি শিক্ষাবৃত্তি ৪ জন,সতীশ কুঞ্জ স্মৃতি শিক্ষাবৃত্তি ৭জন,স্বপ্না বণিক স্মৃতি শিক্ষাবৃত্তি ১৩ জন,গৌরী ঘোষ স্মৃতি শিক্ষাবৃত্তি ২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে শিশু-কিশোরদের সংগীত, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবং পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  নোটন প্রসাদ ঘোষ, দীপ্ত দাশ ও পরমেশ ধর। স্বাগত বক্তব্য রাখেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী সনজিত বনিক।বক্তব্য রাখেন শ্রীশ্রী কৈলাসেশ্বরী  কালী মন্দির ও সাধু তারাচরণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মাখন বনিক, সাধারণ সম্পাদক স্কাইল্যাব দে,বাসন্তী পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক কাঞ্চন ঘোষ।এদিনের অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সম্মাননা প্রদান এবং শিক্ষাবৃত্তি বিতরণের মাধ্যমে একটি বিশেষ মহতী আয়োজনের সাক্ষী হয় রাউজানবাসী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়