শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

যমুনাসেতুর পূর্ব পাড়ে দর্শনার্থীদের উপচে ভিড়

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে যমুনা সেতুর পূর্বপাড়ে যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণবিলাসীদের ঢল নেমেছে। যমুনার নদীর সৌন্দর্য, নদীতে সূর্যাস্ত সেতু যমুনা সেতু ও যমুনা রেলসেতু দু’টি দেখার জন্য হাজারো দর্শনাথীর ঢল ছিলো চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা নৌকায় চড়ে যমুনানদী, যমুনার চরের সৌন্দর্য, নদীতে সূর্যাস্ত, যমুনা সেতু ও সম্প্রতি উদ্বোধনকৃত যমুনা রেলসেতু উপভোগ করছেন। যমুনাসেতু ও যমুনা রেলসেতুর নিচ দিয়ে ঘুরতে পেরে আনন্দ উদ্বেলিত হয়েছে দর্শনার্থীরা। সেতু দু’টির নিচে গিয়ে আনন্দে হৈহৈ করছে, সেলফি তুলতে, ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছে তারা। এখানে ঘুরতে নিজ থেকে নৌকা বা ট্রলার ভাড়া করা যাবে। এতে ৩০০ টাকা থেকে ১ হাজার ৫শত টাকা লাগতে পারে। আবার পাবলিক সার্ভিস নৌকা বা ট্রলারে ঘুরতে পারবেন, জনপ্রতি ৫০ টাকায়। তবে নিজ দায়িত্বে নৌকা ভাড়া করে সময় নিয়ে বিভিন্ন ডুবো চরে নামতে পারবেন খেলতে পারবেন হাডুডু, কাবাডি বা ফুটবল।এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য যমুনার পাড়ের এই জায়গাটি খুব সুন্দর। কম খরচেই নৌকা নিয়ে ইচ্ছে মতো বেড়ানো যায়্ উপভোগ করা যায় দু’টি সেতুর ও যমুনার সৌন্দর্য। যমুনার তীরে ভূঞাপুর থেকে ঘুরতে আসা পলি আক্তার জানান, এখানে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলে নদী সেতু ও পরিবেশ দেখা হতো উপভোগ্য। টাঙ্গাইল শহর থেকে ঘুরতে আসা মৃদুল হাসান জানান, এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা নেই। ফলে যানজট লেগে থাকে। কালিহাতী থেকে ঘুরতে আসা ইসমাইল হোসেন জানান, এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা কম পরিলক্ষিত হয়েছে। তাছাড়া শৌচাগারের ব্যবস্থা না থাকায় ভ্রমণ পিপাসুদের সমস্যায় পড়তে হচ্ছে।যমুনাসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল ও এসআই আব্দুছ ছালাম জানান, যমুনা নদী ও সেতু এলাকায় বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীরও নজরদারি রয়েছে। নৌপথ ও দর্শনার্থীদের যাতে কোনো ধরণের সমস্যায় পড়তে না হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়