শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাদারীপুরে বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই

সংবাদের আলো ডেস্ক: মাদারীপুর জেলার শিবচরে সাইদ মোল্লা (৭০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার পর তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুধবার (০২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা সাইদ মোল্লাকে পথরোধ করে ছুরি মেরে তার ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। নিহত সাইদ মোল্লা একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী একজন নিরপরাধ ব্যক্তি। যারা তাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের ছোট ছোট দুটি সন্তান রয়েছে, এখন আমাদের কী হবে? আমাদের দেখার আর কেউ নেই। কাঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ আহমেদ সৈয়দ বেপারি বলেন, নিহত সাইদ মোল্লা খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি সৎভাবে জীবনযাপন করতেন।আমরা এই নির্মম হত্যার সঠিক তদন্ত ও বিচার চাই। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, আমরা খবর পেয়েছি, এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করে তার ভ্যানগাড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমাদের যৌথবাহিনী দ্রুত তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা বলে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়