বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে মার্চ বৃহস্পতিবার  বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল স্থলবন্দর ৯২৫ ইউনিয়ন মিলনায়তনে,শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি আাসাদুল ইসলামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়।

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি   সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ লেবার শ্রমিকদের নিয়ে, ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সকল লেবার সরদার ও সাধারণ শ্রমিক সহ স্থানীয় নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে এক সাথে বসে ইফতারি করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক   সহিদ আলী, ৮৯১ সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব রায়ানুজ্জামান দিপু,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি (১) মোঃ তবিবুর রহমান,সহ-সভাপতি (২) মোঃ তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক (১) মোঃ আব্দুল মজিদ  ও সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার  সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়  সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী,  দপ্তার সম্পাদক মোঃ আবুল কাসেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়