বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালীগঞ্জে তারেক রহমানের পক্ষে ৬ শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা

নুরুল ফেরদৌস, লালমনিরহাট, প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লালমনিরহাট কালীগঞ্জ  উপজেলার হররাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  এলাকায়  ৬ শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার হররাম এলাকায়  বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হররাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল এসময় উপস্থিত ছিলেন-স্থানীয়  সদস্য সোহেল রানা কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভায় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গরীব অসহায় ও সাধারণ মানুষ কোন সাহায্য সহায়তা পায়নি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করতো।বিএনপি কোন অসুস্থ্য রাজনীতি করে না। এমনকি পছন্দও করেনা।এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে গরীব অসহায় প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়