ভূঞাপুরে পোস্ট মাস্টার ও পোস্টম্যানদের আর্তনাত


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরে শাখা পোস্ট অফিসের পোস্ট মাস্টার ও পোস্টম্যানদের আর্তনাতে আকাশ বিদীর্ণ হচ্ছে। কর্মকর্তাদের অবহেলায় পায়নি মাসিক সম্মানী ভাতা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা। হতদরিদ্র এই মানুষগুলো মাত্র ৪ হাজার টাকা মাসিক সম্মানী ভাতায় কাজ করেন । মাত্র তিন দিন পরে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার চলে গেলেও কর্মকর্তাদের অবহেলায় পায়নি মাসিক সম্মানী ভাতা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা। কেনা হয়নি সেমাই-চিনি, সন্তানের জামা-কাপড়। যে জুতা ক্ষয় করে এই চাকরিটি করেন সে জুতা জোড়াও কেনা হয়নি তাদের। পোস্ট মাস্টার ও পোস্টম্যান সমিতির সভাপতি মজিবর রহমান জানান, আমরা হাড়ভাঙা পরিশ্রম করি, দেয়া হয় সামান্য বেতন। ঈদকে সামনে রেখে মাসিক বেতনভাতা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পেলে কিছু কেনা কাটা করতে পারতাম। আজ সরকারি কার্য দিবসের শেষ দিন। অথচ কিছুই পেলাম না। এখন ভগ্ন হৃদয়ে খালি হাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে।উপজেলার ৮ টি শাখা অফিসে মাত্র ২৪ জন কর্মচারী মাত্র ৪ হাজার টাকা মাসিক সম্মানী পান। পোস্ট মাস্টার ও পোস্টম্যান সমিতির সভাপতি মজিবর রহমান মাসিক এই সম্মানী বাড়ানোর দাবী জানিয়েছেন। টাঙ্গাইলের ডিপিএমজি মোরশেদ আলম এবং সুপার জানান, তাদের সম্মানী ভাতাদি পাঠানো হয়েছে। টাঙ্গাইল প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জানান, তাদের সম্মানী ভাতাদির অর্ডার পেয়েছি। কিন্তু সব জায়গায় পাঠানো হয়নি। তারা ২৯ তারিখ শনিবার পাবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।