ফাহমিদুলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন কোচ ক্যাবরেরা


সংবাদের আলো ডেস্ক: ইতালি-প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে রাখার পর হঠাৎই বাদ দেওয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করলেও শেষ মুহূর্তে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সিদ্ধান্ত বদলান। ক্যাম্প শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা স্পষ্ট করেন, ফাহমিদুলের এখনই জাতীয় দলে খেলার মতো প্রস্তুতি হয়নি এবং তাকে ফিরিয়ে আনার সম্ভাবনাও নেই। সৌদি আরবে এক সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্পের পর বাংলাদেশ দল দেশে ফিরে প্রস্তুতি চালাচ্ছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য। ক্যাবরেরার মতে, ফাহমিদুল মেধাবী, তবে আরও সময় প্রয়োজন তার পূর্ণ প্রস্তুতির জন্য।তিনি বলেন, ‘আমি তাকে গত এক মাস ধরে পর্যবেক্ষণ করেছি। সে আমাদের ক্যাম্পে ছিল, তবে মনে হয়েছে এখনো তার আরও উন্নতির প্রয়োজন। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যারা স্কোয়াডে আছে, তারা বেশি প্রস্তুত।’ ফাহমিদুলের বাদ পড়ার পর থেকেই ক্ষুব্ধ সমর্থকরা তাকে দলে ফেরানোর দাবিতে সোচ্চার হয়েছেন। টানা দ্বিতীয় দিন ধরে তারা বিক্ষোভ করছেন। এ নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। এদিকে, বাংলাদেশ দল আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করবে এবং আগামীকাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে জামাল-হামজারা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।