নবীনগরে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারীর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আলী আজ্জম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু, সাবেক পৌর কমিশনার আবু সায়েদ, নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রুবেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।