বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।  বুধবার (১৯ মার্চ সকাল) সারে দশটায় স্হানীয় সোহাগপুর শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয়  সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিমসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বেলকুচির গণমাধ্যম কর্মীরা এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুকুন্দগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন।তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয়  সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, জামায়াতে ইসলামির উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়