বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রির জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রির পক্ষ হতে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংগঠনটির সচিব মোঃ হারুনুর রশীদ ও সহ-সচিব তন্ময় বনিক সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শেরপুরের কিছু কিছু ব্যবসায়ীদের মাঝে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর কমিটি নিয়ে অনাকাঙ্খিত যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা আমাদের গোচরীভূত হয়েছে। আপনারা জানেন যে, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বানিজ্য মন্ত্রনালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। তাই এর সকল কার্যক্রম বাংলাদেশ বানিজ্য মন্ত্রনালয় এবং জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক অনুমোদিত সংবিধান অনুসারে পরিচালিত হয়। নতুন কমিটি নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা ২০২৩ সালের ২০ জানুয়ারীতে দায়িত্ব গ্রহণ করা কমিটি। যার কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ১৯ জন, যেখানে ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি, ১ জন সহ-সভাপতি এবং ১৬ জন পরিচালক থাকে।তবে উল্লেখ থাকে যে, কার্যনির্বাহী পরিষদের কোন সদস্য ছুটি না নিয়ে কার্যনির্বাহী পরিষদের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ সংঘবিধির সংশ্লিষ্ট ধারা মোতাবেক সরাসরি বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে শেরপুর চেম্বারের বেশ কিছু কার্যনির্বাহী পরিষদের সদস্য দীর্ঘদিন যাবৎ চেম্বারের সভায় এবং সকল কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন। তাই চেম্বারের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে যে সকল কার্যনির্বাহী সদস্যগণ তিন মাসের অধিক সময় ধরে অনুপস্থিত তাদেরকে বাদ দিয়ে বর্তমানে উপস্থিত চেম্বারের সকল সভায় এবং কার্যক্রমে যে সকল সদস্য নিয়মিত উপস্থিত থাকছেন এমন ১১ জন সদস্যকে নিয়েই বর্তমানে চেম্বারের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।চেম্বারের বিজ্ঞ সালিস বোর্ড ও বানিজ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব দ্বয়ও অনুপস্থিত থাকায় তাদেরকেও বাতিল করে চেম্বারের গত ২৫/১১/২০২৪ ইং তারিখের নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব আব্দুল আওয়াল চৌধুরী এবং মোঃ ফজলুর রহমান রহমান তারা উক্ত উপ-কমিটিতে স্থলাভিষিক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে আরো জানানো হয় সুপ্রিয় ব্যবসায়ীগণ, আপনাদের অবগতির জন্য আরো জানানো যাচ্ছে, শেরপুর চেম্বারের নির্বাচন আগামী ২২ আগষ্ট ২০২৫ ইং তারিখ শুক্রবার দিন ধার্য্য করা হয়েছে। প্রতি বারের মত এবারও খুবই আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। অচিরেই নির্বাচন কমিশনার কর্তৃক চেম্বারের সকল সদস্যদের নিকট নির্বাচনের তফসিল পৌঁছে যাবে। সকলকে উক্ত নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করার অনুরোধ জানিয়ে এবং কোন প্রকার বিভ্রান্তিমূলক কথায় কর্ণপাত না করে সঠিক তথ্য জানার জন্য সরাসরি অফিসে এসে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়