বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অসহায়দের মাঝে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার প্রদান 

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৫০টি অসহায় পরিবারের মাঝে প্রায় ২৫ হাজার টাকার উপহার সামগ্রী প্রদান করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮ মার্চ মঙ্গলবার এসব অসহায় পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা বুট, গুড়ো দুধ, সাবান ইত্যাদি। এছাড়াও এবারের রমজানে ‘তৃপ্তির ইফতার-২০২৫’ নামক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌরশহরের ২০০ জন ভাসমান এবং পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।সংগঠনটির সভাপতি তাজবির হাসান সিফাত বলেন প্রতিষ্ঠার পর থেকেই জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাবে। উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এরপর থেকে মুমূর্ষ রোগীর রক্ত সংগ্রহ থেকে শুরু করে বৃক্ষরোপণসহ সামাজিক নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়