মান্দায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ


আল আমিন স্বাধীন মান্দা ( নওগাঁ) প্রতিনিধি: ২০২৪- ২৫ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় বিনামূল্যে দিনব্যাপী ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ২৫৭৮ জন দরিদ্র, অসহায় পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয় । উক্ত চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল এসময় ট্যাগ অফিসার , তেঁতুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য , সংরক্ষিত মহিলা সদস্য , ইউপি সচিব, আনসার সদস্যসহ উপস্থিত থেকে তাদের নিজ নিজ ওয়ার্ডের মানুষের মাঝে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন করেন ।
উক্ত চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল বলেন , তেঁতুলিয়া ইউনিয়নের ২৫৭৮ জন গরীব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। এবং সুষ্ঠুভাবে বিতরণের জন্য ৯ টি বুথ করা হয়েছে সকল ওয়ার্ডের ইউপি সদস্য তাদের ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি তেঁতুলিয়া ইউনিয়নের এই পরিবারগুলো পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দঘন ভাবে পালন করবে । 


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।