শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাউন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাহাউদ্দীন তালুকদার: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ২৫) বিকালে কাউন্দিয়া ইউনিয়নের পাঁচকানি এহসানুল হাফিজিয়া মাদ্রাসায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৫নং ওয়ার্ড বিএনপি। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দারুস সালাম থানা যুবদলের সাবেক সভাপতি ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন। কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন বলেন, দলের দুঃহসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে। গত ১৭ বছরে যাদেরকে মাঠে পাইনি, তারা এখন দলে ভীড় করছে। তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে। ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, তাদের দোসররা আমাদের মধ্যে গাফটি মেরে বসে আছে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল “বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা বর্তমান সরকারকে সমালোচনা করব, তবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।” এ সময় কাউন্দিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়