কাজিপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল আটটায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এসময় কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভীন জানান, উপজেলার ১২ টি ইউনিয়নের ২৮১ টি এবং কাজিপুর পৌরসভার ৫৪ টি অস্থায়ী কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একযোগে এই ক্যাম্পেইন চলবে।তিনি আরও জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুদেরকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ পরিদর্শক ইনচার্জ আবু সাঈদ, মেডিকেল টেকনোলোজিস্ট ইপিআই ভারপ্রাপ্ত মামুনুর রশিদ, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।