প্রাক্তন প্রধান শিক্ষকের স্মরণে শোকসভা ও এইচএসসি পরীক্ষার্থীদের সাথে মতবিনিময়


মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আবু জহর মিল্কী স্মরণে শোকসভা, দোয়া ও ইফতার এবং শিক্ষার মানোন্নয়নে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ। শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মো. সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম।বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক খায়রুন নেসা ডেইজী, প্রভাষক আবরার কবির, টিপু শেখ মির্জা, এইচএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা হাফিজুর রহমান। সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মানোন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।