শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিশোরগঞ্জে হাফেজ নার্সিং শিক্ষার্থী-কর্মকর্তাদের সংবর্ধনা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে হাফেজ নার্সিং শিক্ষার্থী-কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে ন্যাশনাল নার্সেস ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপল এরনিমেট এন্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক) এর চেয়ারম্যান কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: রমজান আলী। ন্যাশনাল নার্সেস ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরি সহসভাপতি মাওলানা আ.ম.ম. আব্দুল হক,কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর দ্বীপন দত্ত, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ফরিদ উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ। এছাড়াও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নার্সিংয়ে অধ্যায়নরত তিনজন শিক্ষার্থী ও একজন কর্মকর্তাদ হাফেজকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়