বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভুল চিকিৎসায় শিশু মৃত্যু, লাইসেন্সবিহীন জরিনা ক্লিনিক সিলগালা

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: ভুয়া চিকিৎসক, ভুল চিকিৎসা- রোগীর মৃত্যু এ যেন নিত্য দিনের খবর। দেশের আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতন গড়ে উঠেছে সরকারি অনুমোদনবিহীন অসংখ্য ক্লিনিক বা হাসপাতাল। চিকিৎসার নামে অপচিকিৎসা, চিকিৎসার নামে বানিজ্য এ অপরাধ যেন থামছেই না। প্রতিনিয়ত বেড়েই চলছে অপরাধীদের অপরাধ চক্র। আইন-প্রশাসনকেও করছে না তোয়াক্কা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় থানার সামনে বসেই চালিয়ে যাচ্ছিল রম-রমা রোগী বানিজ্য, অনুমোদনবিহীন বেসরকারি ক্লিনিক জরিনা ক্লিনিক। এবার ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে ভুয়া ক্লিনিক জরিনা ক্লিনিক সিলগালা এবং ক্লিনিক স্বত্তাধিকারী জাকিয়া (৪৫) কে নগদ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এই দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।ক্লিনিক সিলগাল ও অর্থ দন্ডের নিশ্চিত করে উপজেলা নির্বাহী  কর্মকর্তা( ইউএনও) সংবাদের আলোকে বলেন, গত দুই মাস আগে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ পাই। পরে সঠিক তদন্তের জন্য সরকারি হাসপাতালের ৩জন চিকিৎসকের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা দেওয়া হয়। তাদের তদন্তে জরিনা ক্লিনিক দোষী প্রমানিত হয়। তাছাড়া তিনি জরিনা ফার্মেসীতে বসে জরিনা ক্লিনিক নামে অবৈধভাবে প্রসূতিদের চিকিৎসা দিয়ে আসছিলেন যা সরকারী অনুমোদন বিহীন। দোষী সাব্যস্ত হওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ক্লিনিক সিলগালাসহ ৮০ হাজার টাকা দন্ড প্রদান করা হয়। তদন্ত কমিটির সদস্য ও ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর ডা. জেসিলি ঘোষ মুনমুন বলেন, গত দুই মাস আগে কলাপাটুয়া এলাকার মাসুদ মোল্লা নামে এক ভুক্তভোগী অভিযোক্ত জাকিয়ার নামে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে জরিনা ক্লিনিকে নিয়ে যান। জাকিয়া তাকে ভুল চিকিৎসা মাধ্যমে বাচ্চা প্রসব করাতে চেয়েছিলেন। বিধি বাম, বাচ্চা প্রসবতো হলোই না, মারা যায় মায়ের পেটেই। উচিৎ ছিল দ্রুত অন্য কোন হাসপাতালে নিয়ে অস্ত্রোপাচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর। কিন্তু তিনি তা করেনি। তার এই ভূলেই নিষ্পাপ শিশুটির মৃত্যু হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়