বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাধবপুরে জুলাই অভ্যুত্থানে একমাত্র শহীদ পরিবারকে সহযোগিতা করল ছাত্ররা

মাধবপুর প্রতিনিধি: ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্ররা। ২১ শে জুলাই রাজধানীর সাভারে পুলিশের গুলিতে নিহত হন নি:সন্তান শামিম মিয়া। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শেখের বাড়ির শামীম পেশায় একজন শ্রমিক। স্বামীকে হারিয়ে অসহায় প্রায় শামিমের স্ত্রী অভাব অনটনের দিনাতিপাত করছে। তবে শামিমের পরিবারের খুঁজ খবর নিয়মিত রাখছে মাধবপুরের ছাত্র নেতা সৈয়দ মেহেদী হাসান। এরই ধারাবাহিকতায় ১১ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতাদের একটি টিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শামিমের পরিবারের কাছে প্রায় ২ মাসের খাবার সহ ঈদ সামগ্রী তুলে দেন। শামিমের পক্ষে এ সব পণ্যসামগ্রী গ্রহন করেন তার চাচা মলু মিয়া।এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মাধবপুর উপজেলার শাখার সদস্য সৈয়দ বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব তানজিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার ১ম সংঘটক সৈয়দ মুহা,মাহদী হাসান প্রমুখ। এ সময় নিহতের পরিবারের পাশে থেকে নিয়মিত সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন ছাত্র নেতারা। ১ম সংগঠক সৈয়দ মাহদী হাসান বলেন, জুলাই শহীদরা আমাদের দেশ ও দশের সম্পদ। তাদের নিয়ে রাজনীতি না করে আসুন ঐক্যবদ্ধভাবে জুলাই বীর শহীদ পরিবারের পাশে দাঁড়াই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, জুলাই শহীদ পরিবারের অনুদান শীঘ্রই তাদের পরিবারের হাতে পৌঁছে দিবেন। এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন ছাত্ররা খুব ভাল কাজ করেছে। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের ধন্যবাদ জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়