রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল


ঝালকাঠি প্রতিনিধি: দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ বেলাল হাফসী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদীএছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সহ-সভাপতি এম. আমিনুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইছহাক বিন আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশে দিন দিন ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সমাজে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিক্ষোভ মিছিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।