বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

সংবাদের আলো ডেস্ক: সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে সহকর্মীরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। পরে তারা মহাসড়ক অবরোধ শুরু করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার শ্রমিক জান্নাতুল ফোরদৌস তামান্নার সন্তান অসুস্থ থাকায় গতকাল তিনি ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কারখানার পরিচয়পত্র রেখে দেয়।ভোরে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তামান্না। বাঘেরবাজার এলাকায় একটি অটোরিকশা প্রথমে তাকে ধাক্কা দেয়। পরে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মারা যান তামান্না। তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। অটোরিকশা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়