বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

সংবাদের আলো ডেস্ক: গাজীপুরে টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের মুখে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করা হয়। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করতে পারবো। তিনি বলেন, যেসকল শ্রমিকরা আন্দোলন না করে কাজে যোগ দিতে চেয়েছিল আন্দোলনরত শ্রমিকদের একটি পক্ষ তাদের মারধর করেছে বলে শুনেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত ১০টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়