বসুন্ধরায় দুই ইরানি নাগরিকের ওপর হামলায় গ্রেপ্তার ২


সংবাদের আলো ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মবের আক্রমণের’ সময় দুই ইরানি নাগরিকের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।
আজ বুধবার ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান এসব তথ্য জানান।
এর আগে, ভাটারা থানার সহকারী উপপরিদর্শক ছোটন চন্দ্র দাস হামলার ঘটনায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, হামলায় দুই ইরানি নাগরিক আহত হয়েছেন এবং তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। ওই দুইজন দুই দিন আগে বাংলাদেশে এসেছিলেন বলে জানানো হয়।
তারা জানিয়েছেন এক মাস থাকার পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশে এসেছিলেন। হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আহত ইরানিদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বনানী হোটেলে ফিরিয়ে আনা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।