শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৭ দিনের মধ্যে কমে আসবে নিত্যপণ্যের দাম: বাণিজ্য উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম ৭ দিনের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এসময় ভেজাল নিয়ন্ত্রণে পণ্যে নমুনা সংগ্রহ করে বিএসটিআই।

সোমবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে রমজানে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই’র বাজার তদারকি কার্যক্রম যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বাজার তদারকি করে বলেন, বাজারে আরও পণ্যের সরবরাহ করা হবে। সয়াবিন তেলের সংকট চলতি সপ্তাহে কমবে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বাণিজ্য উপদেষ্টা।

অন্যদিকে, ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি রমজানে ভেজাল পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়