কালীগঞ্জে বিনামূল্যে মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন


পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনধি: গাজীপুরের কালীগঞ্জে পবিত্র মাহে রমজান মোবারক ও ত্যাগের মহিমায় বিনামূল্যে পুরুষ ও মহিলাদের জন্য মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। ররিবার (২ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগীতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ শাখার আয়োজনে ও ট্রায়ড জেনারেশন স্কোয়াডের বাস্তবায়নে এই কোরআন শিক্ষার আয়োজন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
সকালে কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় দারুল উলুম ইসলাহুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় মহিলাদের জন্য পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে করা হয়। পবিত্র কোরআন শিক্ষার ছবক প্রদান করেন দারুল উলুম ইসলাহুল উম্মাহ্ মহিলা মাদ্রাসার শিক্ষক রিয়াজ ফাপতেমা।
অপরদিকে বাদ জোহর কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে পুরুষদের জন্য পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। কোর্স পরিচালনা কমিটির আহবায়ক ও ট্রায়ড জেনারেশন স্কোয়াড সদস্য নাহিদ হাসান এর সভাপতিত্বে পবিত্র কোরআন শিক্ষার ছবক প্রদান করেন কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ ফেরদৌস খান সালেহী। এ সময় মসজিদ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ট্রায়ড জেনারেশন স্কোয়াডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
কোর্স পরিচালনা কমিটির আহবায়ক ও ট্রায়ড জেনারেশন স্কোয়াড সদস্য নাহিদ হাসান জানান, পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী সম্পূর্ণ ফ্রীতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আজ উদ্বোধনী ক্লাশে পবিত্র কোরআন শিক্ষায় আগ্রহী (দুই ব্যাচ) প্রায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।