শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মান্দায় ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করলেন নওগাঁ ডিসি

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে টিএন্ডটি অফিসের সামনে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ দোকানে আলু, পেঁয়াজ, রসুন, ডিমসহ বিভিন্ন ধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাড়ি, লুঙি বিক্রি করা হবে। এছাড়া প্রতিকেজি গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকা দরে।
এ সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মান্দা উপজেলার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা পরিষদ চত্বরে অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও হাঁসের বাচ্চা বিতরণ করেন। একই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে-মেশিনসহ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়