শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মান্দায় কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের ভাণ্ডার কক্ষে চুরি

আল আমিন স্বাধীন,।মান্দা (নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় কেন্দ্রীয় প্রসাদপুর রাধাগোবিন্দ জিউ মন্দিরের ভাণ্ডার কক্ষের পেছনে টিনের বেড়া কেটে চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাণ্ডার কক্ষ খোলার পর চুরির বিষয়টি জানাজানি হয়।
মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার বলেন, গত ১২ ফেব্রুয়ারি রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটি ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত মালামাল ভাণ্ডার কক্ষে মজুত করা ছিল। সেগুলো বিক্রির জন্য বৃহস্পতিবার ভাণ্ডার কক্ষ খোলার পর চুরির বিষয়টি জানা যায়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত বলেন, চোরেরদল ভাণ্ডার কক্ষ থেকে ১ হাজার ৫০০ কেজি চাল, ওজর মিটার, থ্রেটপাইপ, পানির ফিটিংসসহ প্রায় ৫৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়