শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে শতাধিক অনাথ শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনাথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ  বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয় চত্বরে  এ উপকরণ  বিতরণ ও আলোচনা সভা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পলাশ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন রণবীর। এই আয়োজনে আরো আলোচনা করেন কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার, সায়মন খান,কবি শাওন হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন,সাংবাদিক নূর আলম এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।
আলোচকরা বলেন,শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। শতাধিক অনাথ শিশুকে  এই ফাউন্ডেশন আজ শিক্ষাসামগ্রী প্রদান করেছে। এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর শিক্ষা উপকরণ  পেয়ে কোমলমতি শিশুরা আনন্দ প্রকাশ করেছে। শিশুদের জন্য এই সামাজিক সংগঠনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা রাখছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়