শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বঞ্চিতদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা 

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করেছে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ভোর ৬ টার  দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাই ফেজবুকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি। এতে সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হয়েছেন সজীব সরকার এবং সদস্য সচিব হয়েছেন মেহেদী হাসান। মূখ্য সদস্য সচিব রায়হান খন্দকার, মূখ্য সংগঠন ইকবাল হাসান রিপন এবং এবং সংগঠন আব্দুল্লাহ আর মামুন।  এছাড়াও কমিটিতে স্থান পেয়েছে  সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এই আহ্বায়ক  কমিটির মেয়াদ ৬ মাস।প্রসঙ্গতঃ এরআগে গত ৮ ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে ২০২৪ এর আন্দোলনে অংশ নেওয়া সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক মুনতাসীর মেহেদী সহ অনেকেই বঞ্চিত হয়। পরে বঞ্চিতরা আন্দোলন করলে আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়