শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশীদের পদত্যাগ

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। রিফাত রশিদ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র সদস্য সচিব পদের দায়িত্ব পেয়েছিলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।  তিনি জানান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ আর নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ মূলনীতি ও ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন বলে জানান সংগঠনটির নেতারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়