বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু

সংবাদের আলো ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করতে চায়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ- ফ্রান্সের সাথে সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে চায় ফ্রান্সের রাষ্ট্রদূত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে একটাই সংস্কার প্রয়োজন, তা হলো নির্বাচন। অন্য সংস্কারগুলো রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়