বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগে জাতীয় নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের স্মারকলিপি

সংবাদের আলো ডেস্ক: আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় সংসদ নির্বাচন হোক এমন দাবি তুলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরবার স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিরা। তারা বিএনপি সমর্থিত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই কর্মসূচি ঘিরে প্রেসক্লাবের সামনে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধিরা। তারা জানান, দেশের বিরুদ্ধে আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখতে জাতীয় নির্বাচনের দাবিতে এই স্মারকলিপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।পরে প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করলে হাইকোর্টর সামনে পুলিশ তাদেরকে বাধা দেয়। পরে পুলিশের সাথে সাত সদস্যদের একটি প্রতিনিধি দল স্মরকলিপি নিয়ে যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়