বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিকেলে ঘোষণা নতুন ছাত্রসংগঠনের

সংবাদের আলো ডেস্ক: আজই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্রসংগঠন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। গতকাল রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়। এছাড়া আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারও এমন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। শোনা যাচ্ছে, নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়কও হচ্ছেন আবু বাকের মজুমদার। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।গুঞ্জন রয়েছে, নতুন সংগঠনটির সদস্যসচিব হতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সেলের সম্পাদক জাহিদ আহসান আর মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক তাহমীদ আল মুদাসসির। মুখপাত্র হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন। এই ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক হতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের, সদস্যসচিব মহির আলম, মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম আর মুখপাত্রের দায়িত্বে আসছেন রাফিয়া রেহনুমা হৃদি। যদিও ঘোষণার আগপর্যন্ত এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: যমুনা টেলিভিশনে

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়