মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবির সভায় সভাপতিত্ব করেন। শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমআর মুজিব খেলার উদ্বোধন করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন , সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম রেজাউল কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস মিয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ খবির উদ্দিন, নাজমূল আলম আরিফ, ফরিদ উদ্দীন চৌধুরী, হাজী মোঃ লিটন মিয়া, মোঃ আবুল ফায়েজ, মোঃ জাকির মিয়া,মোঃ আশ্রাফুল্লাহ সবুজ, মোঃ সালাউদ্দিন সরকার, মোছাঃ হোছনা বেগম, মোঃ মনজুরুল আলম, মোঃ আবু কাউছার, সাব্বির হোসেন,মোছাঃ লুৎফা বেগম। অনুষ্ঠানের সূচনা লগ্নে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজন শুরু হয়।ক্রীড়া প্রতিযোগিতায় স্কাউটস ও গার্লস গাইড দল অতিথিদের সামনে কুচকাওয়াজ ও প্যারেড করে আগত সকলকে মুগ্ধ করেন।জুলাই বিপ্লবের প্রামাণ্যচিত্রে যেন জীবন্ত করে ফুটিয়ে তুলে।শিক্ষার্থীরা জাতীয় ফুল শাপলা ডিসপ্লের প্রদর্শনী সকলের মনে এক নতুন চমক নিয়ে আসে। জাতীয় পর্যায়ের ও দেশীয় বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠানের উদ্বোধক এমআর মুজিব বলেন, “যেকোনো সফলতা অর্জনের জন্য সাহস ও সংকল্পের প্রয়োজন। এ বার্তাকে সামনে রেখেই এ বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কারণ, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে।” উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়